শনিবার

২৩ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২১ জামাদিউল আউয়াল, ১৪৪৬

১৫ বছরে শুধু গোপালগঞ্জ উন্নত হয়েছে : উপদেষ্টা আসিফ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৪ ০৯:৫৬

আপডেট: ১৩ অক্টোবর, ২০২৪ ১০:৪৯

শেয়ার

১৫ বছরে শুধু গোপালগঞ্জ উন্নত হয়েছে : উপদেষ্টা আসিফ
উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি: সংগৃহীত

গত ১৫ বছর ধরে উন্নয়ন উন্নয়ন গেলানো হয়েছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, 'গত ১৫ বছর ধরে উন্নয়ন উন্নয়ন গেলানো হয়েছে। তবে সেটা খুব নির্দিষ্ট কিছু জায়গায়।’

উপদেষ্টা বলেন, ‘যার বাড়ি যেখানে সেভাবেই উন্নয়নটা হয়েছে। যেমন গোপালগঞ্জ উন্নত হয়েছে কিন্তু তার আশপাশের জেলাগুলোর অবস্থা খুবই খারাপ।’

সাতক্ষীরা জেলার উন্নয়নের বিষয়ে তিনি বলেন, ‘এখানকার রাস্তাগুলো আমি দেখেছি। রাস্তাগুলো দিয়ে আমি যাতায়াত করেছি। আমি বাই রোডে এসেছি। অবস্থা খুবই খারাপ এবং এটার উন্নয়ন প্রয়োজন।’

সাতক্ষীরায় দুই দিনের সফর শেষে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এমন মন্তব্য করেন। শনিবার রাতে জেলা সার্কিট হাউজে সাতক্ষীরা জেলা সফর সম্পর্কিত বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন তিনি।

উপদেষ্টা বলেন, ‘দেশে অনেক বড় একটা পরিবর্তন এসেছে। আমরাও শেখার চেষ্টা করছি। আসলে আন্দোলন করতে করতে আন্দোলনের একটা অভ্যস্ততা তৈরি হয়েছে। দীর্ঘ ছয় বছর ক্যাম্পাসের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। কিন্তু এখন প্রশাসনের জায়গা থেকে, সরকারের জায়গা থেকে, দায়িত্বের জায়গা থেকে এখানে ল্যান্ড করা সম্পূর্ণ ভিন্ন একটি অভিজ্ঞতা। একইসঙ্গে শিখছি এবং সর্বোচ্চ পর্যায়ে কাজ করার চেষ্টা করে যাচ্ছি।’