শনিবার

২৩ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২১ জামাদিউল আউয়াল, ১৪৪৬

যৌথবাহিনীর পরিচয়ে ডাকাতি, আটকদের পাঁচজন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৪ ১৬:২০

আপডেট: ১৩ অক্টোবর, ২০২৪ ১৬:২২

শেয়ার

যৌথবাহিনীর পরিচয়ে ডাকাতি, আটকদের পাঁচজন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য
ডাকাত দল। ছবি: সংগৃহীতও

রাজধানীর মোহাম্মদপুরে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৮ জনের মধ্যে ৫ জন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য।

রোববার র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য জানান।

তিনি জানান, শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আট জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে পাঁচজন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য। বাকি তিনজন সাধারণ মানুষ। তাদের কাছ থেকে ডাকাতি হওয়া প্রায় সাত লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

এর আগে শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুর তিন রাস্তা মোড়ের কাছে ব্যবসায়ী আবু বকরের বাড়িতে সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক পরে সংঘবদ্ধ ডাকাত দল প্রবেশ করে। অস্ত্র উদ্ধারের কথা বলে এসময় ৮৫ লাখ টাকা ও ৫০ ভরি স্বর্ণালংকার লুট করে ডাকাতরা।

গণমাধ্যমে প্রকাশিত একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পরে বাড়িটিতে কয়েকজন ডাকাত প্রবেশ করে। এরপর সিড়ি বেয়ে তারা ওপরে উঠে। এ সময় তাদের মুখে মাস্ক ছিল।