শুক্রবার

১৮ এপ্রিল, ২০২৫
৫ বৈশাখ, ১৪৩২
২০ শাওয়াল, ১৪৪৬

৩৭ জন রোহিঙ্গাকে ফেরত পাঠালো বিজিবি

প্রতিনিধি, টেকনাফ

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৪ ১৭:৪৪

আপডেট: ১৩ অক্টোবর, ২০২৪ ১৭:৪৫

শেয়ার

৩৭ জন রোহিঙ্গাকে ফেরত পাঠালো বিজিবি
ফাইল ছবি।

নাফ নদী দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে একটি নৌকায় থাকা ৩৭ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আসা ওই নৌকায় ১৯ শিশু, ১১ জন নারী ও নৌকার মাঝিসহ ৮ জন পুরুষ ছিলেন।

শনিবার রাত ৯টার দিকে নাফ নদীর টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলী সীমান্ত পয়েন্ট থেকে তাদের ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

রোববার এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

তিনি বলেন, শনিবার রাতে নাফ নদীর কেরুনতলি পয়েন্টে একটি নৌকায় রোহিঙ্গাদের অনুপ্রবেশ করতে দেখেন বিজিবির টহলরত সদস্যরা। এরপর নৌকাটিকে বাধা দেয়া হলে রোহিঙ্গারা মিয়ানমার ফেরত যেতে বাধ্য হন।

লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, মিয়ানমারের দালালেরা মোটা অঙ্কের টাকার বিনিময়ে রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠানোর আশ্বাস দেন। এরপর বাংলাদেশের দালাল দলের সহায়তায় টেকনাফে অনুপ্রবেশের চেষ্টা করেন তারা। তবে সীমান্তে বিজিবির কড়া নজরদারিতে রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিহত করা হচ্ছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় রোহিঙ্গাদের আটক করে নাফ নদী দিয়ে আবার মিয়ানমারে ফেরত পাঠানো হচ্ছে।

banner close
banner close