শুক্রবার

১৮ এপ্রিল, ২০২৫
৫ বৈশাখ, ১৪৩২
২০ শাওয়াল, ১৪৪৬

কুড়িগ্রামে এক‌ কুকুরের কামড়ে আহত ২০

প্রতিনিধি, কুড়িগ্রাম

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৪ ১১:০৭

আপডেট: ১৫ অক্টোবর, ২০২৪ ১১:১৮

শেয়ার

কুড়িগ্রামে এক‌ কুকুরের কামড়ে  আহত ২০
প্রতীকী ছবি

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় বেওয়ারিশ একটি কুকুরের কামড়ে নারী-শিশুসহ ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

সোমবার দি‌নের বেলায় ক‌য়েক ঘণ্টার ব্যবধা‌নে উপ‌জেলার ক‌য়েক‌টি এলাকায় এক‌টি কুকু‌রের আক্রম‌ণের শিকার হন আহতরা। প্রাথ‌মিকভা‌বে তারা উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে চি‌কিৎসা নি‌য়ে‌ছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

তি‌নি ব‌লেন, সোমবার ক‌য়েক ঘণ্টার ব্যবধা‌নে অন্তত ২০ জন কুকু‌রের কাম‌ড়ের শিকার হ‌য়ে‌ছেন। সবাই এক‌টি কুকুরের কাম‌ড়ের শিকার হয়েছেন। ধারণা করছি ওই কুকুর‌টি পাগল হ‌য়ে‌ছে।

আহত‌দের সঙ্গে কথা ব‌লে জানা গে‌ছে, সোমবার দুপুরের পর থেকে হঠাৎ করে চিলমারীর রমনা রেলস্টেশন এলাকা ও বালাবাড়িসহ বেশ কিছু এলাকায় কুকুরের কামড়ে নারী-শিশুসহ ২০ জন আহত হন। এ সময় এলাকায় আতঙ্ক ছ‌ড়ি‌য়ে প‌ড়ে। আহত‌দের ম‌ধ্যে অন্তত ১৭ প্রাথ‌মিকভা‌বে উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে চি‌কিৎসা নি‌য়ে‌ছেন। তবে সরকা‌রিভা‌বে প্রতিষেধক টিকা না থাকায় ব্যবস্থাপত্রে ওষুধ লিখে দি‌য়েছেন দায়িত্বরত চিকিৎসক।

কুকু‌রের কাম‌ড়ে আহত হোসাইন ব‌লেন, সন্ধ্যার দি‌কে আদর্শ বাজার থেকে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে মাটিকাটা মোড়ে আসলে হঠাৎ কুকুরটি কামড় দেয়। পরে হাসপাতালে গেলে ডাক্তার ব্যবস্থাপত্রে কিছু ওষুধ লিখে দিয়ে বাইরে থেকে কিনতে ব‌লেন। সরকা‌রি হাসপাতা‌লে ওষুধ ও ভ্যাকসিন না থাকা দুঃখজনক।

ডা. মো. আমিনুল ইসলাম ব‌লেন, প্রতিষেধক শেষ হয়ে গেছে। আগামীকাল থেকে প্রতিষেধক দেয়া হবে।

চিলমারী উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নঈম উাদ্দন ব‌লেন, কুকুর‌টি ধর‌তে ফায়ার সা‌র্ভিসের দা‌য়িত্বশীল‌দের জানা‌নো হ‌য়ে‌ছে। কেউ কুকুর‌টির খোঁজ পাওয়া মাত্র আমা‌দের জানানোর অনু‌রোধ থাক‌লো।

banner close
banner close