রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের অনুদানের টাকা আত্মসাতের অভিযোগে একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৪ ২২:১৫

শেয়ার

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের অনুদানের টাকা আত্মসাতের অভিযোগে একজন গ্রেফতার
অভিযুক্ত মো. আকাশ ব্যাপারী। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সিফাত উল্লাহর পরিবারের অনুদানের টাকা আত্মসাতের অভিযোগে মো. আকাশ ব্যাপারী নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শুক্রবার মাদারীপুরের শিবচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিআইডি।

সিআইডি জানায়, সিআইডির সাইবার পুলিশ সেন্টার গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে জানতে পারে, কিশোরগঞ্জে নিহত সিফাতের পরিবার প্রতারণার শিকার হয়েছে। তার পরিবারকে আরও আর্থিক অনুদান দেয়ার কথা বলে ব্যাংক হিসাব নম্বর চেয়ে কৌশলে এটিএম কার্ডের তথ্য নিয়ে নেন এক ব্যক্তি। এরপর টাকা দেয়ার সিরিয়াল নম্বরের কথা বলে ওটিপি নিয়ে ব্যাংকের কার্ড থেকে টাকা সরিয়ে নেন। পরে সেই টাকা দিয়ে বিভিন্ন অনলাইন কেনাবেচার প্ল্যাটফর্ম থেকে ভুয়া নাম-ঠিকানা ও মোবাইল নম্বর ব্যবহার করে পণ্য কেনেন ওই ব্যক্তি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সিফাত উল্লাহ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মুনিয়ারীকান্দা গ্রামের বাসিন্দা। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এমদাদুল উলুম জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন।

banner close
banner close