ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার প্রতিরোধ গড়ে তুলতে কুমিল্লায় মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। শনিবার রাত সাড়ে আটটায় কুমিল্লার টাউন হল মাঠে আয়োজিত সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের চাপে খুনি শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছি। তবে, দেশ থেকে পালিয়ে গিয়েও তিনি ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। ফ্যাসিবাদের গংরা ত্রিপুরায় জমায়েত হওয়ার চেষ্টা করছে।’ তিনি হুঁশিয়ারি দেন, আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না।
সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা আবদুল হান্নান মাসুদ। তিনি বলেন, ‘ভারতে বসে আ ক ম বাহাউদ্দীন বাহার ও তাঁর কন্যা সূচনা ষড়যন্ত্র করছেন, কিন্তু কুমিল্লা বা বাংলার মাটিতে তাঁদের কোনো ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না।’
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আবু রায়হান ও সাকিব হোসাইনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ এ মশাল মিছিলে অংশ নেন। মিছিলটি টাউন হল থেকে শুরু হয়ে নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজগঞ্জ এলাকায় গিয়ে শেষ হয়।
আরও পড়ুন: