শনিবার

২৩ নভেম্বর, ২০২৪
৮ অগ্রহায়ণ, ১৪৩১
২১ জামাদিউল আউয়াল, ১৪৪৬

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ফিরলেন ৫৪ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৪ ২১:৪৭

শেয়ার

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ফিরলেন ৫৪ জন
বিধস্ত লেবানন থেকে দেশে আসাদের সাথে উপদেষ্টা আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরেছেন ৫৪ জন প্রবাসী বাংলাদেশি। তাদের মধ্যে সাত শিশু রয়েছে।

লেবাননের রাজধানী বৈরুত থেকে সৌদিয়া এয়ারলাইনসের একটি উড়োজাহাজে সোমবার সন্ধায় তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এ সময় প্রবাসীকল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল তাদের স্বাগত জানান।

আসিফ নজরুল বলেন, ‘সরকার যুদ্ধবিদ্ধস্ত লেবানন থেকে প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সব ধরনের সহযোগিতা করবে। প্রয়োজনে দেশে-বিদেশে তাদের পুনর্বাসন করা হবে।’

উল্লেখ্য যে, দেশে ফিরতে ইচ্ছুক লেবানন প্রবাসীদের তালিকাভুক্তির জন্য দূতাবাস থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হলে প্রাথমিকভাবে প্রায় এক হাজার প্রবাসী বাংলাদেশি ফিরে আসার ইচ্ছার প্রকাশ করে।