শনিবার

২৩ নভেম্বর, ২০২৪
৮ অগ্রহায়ণ, ১৪৩১
২১ জামাদিউল আউয়াল, ১৪৪৬

সারদায় ২৫২ এসআইকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৪ ১২:৫১

শেয়ার

সারদায় ২৫২ এসআইকে অব্যাহতি
২৫২ এসআইকে অব্যাহতি। ছবি: সংগৃহীত

প্রশিক্ষণে শৃঙ্খলা ভঙ্গের কারণে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে ২৫২ জন ক্যাডেট এসআইকে অব্যাহতি দেয়া হয়েছে।

যারা চাকরি হারালেন তাদের প্রশিক্ষণের মেয়াদ প্রায় শেষ হতে চলেছিল। ৪ নভেম্বর তাদের ট্রেনিং শেষ হওয়ার কথা ছিল।

পুলিশে উপ-পরিদর্শক (এসআই) পদে চাকরির জন্য প্রার্থীকে শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ  নিতে হয়। পরীক্ষা দিতে হয় কম্পিউটার চালানোর দক্ষতার উপরও। সব ধাপ পেরিয়ে প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়ে থাকে। এরপর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থী আউটসাইড ক্যাডেট হিসেবে সারদায় এক বছরের জন্য মৌলিক প্রশিক্ষণে অংশ নেন।

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে ক্যাডেট এসআই ৮২৩ জনের মধ্যে ২৫২ জন প্রশিক্ষনার্থীকে অব্যহতি দেয়া হয়েছে। ২০২৩ সালের ১১ নভেম্বর ক্যাডেট এসআই সদস্যদের ট্রেনিং শুরু হয়েছিল।