শনিবার

২৩ নভেম্বর, ২০২৪
৮ অগ্রহায়ণ, ১৪৩১
২১ জামাদিউল আউয়াল, ১৪৪৬

ঘূর্ণিঝড় দানা আঘাত হানতে পারে যেখানে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৪ ১২:৫১

শেয়ার

ঘূর্ণিঝড় দানা আঘাত হানতে পারে যেখানে
দানা আঘাত হানতে পারে যেখানে। ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের উপকূলীয় বিভিন্ন এলাকার আকাশ মেঘলা রয়েছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে উপকূলের বিভিন্ন এলাকায়। রাতে বৃষ্টি আরও বাড়তে পারে।

বুধবার সকাল ১০টার দিকে আবহাওয়া অধিদফতর ঘূর্ণিঝড় দানা সৃষ্টির কথা জানায়।

আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব–মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় থাকা গভীর নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তর–পশ্চিম দিকে এগিয়ে ও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় দানায় পরিণত হয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত নামিয়ে ২ নম্বর দূরবর্তী হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মোহাম্মদ আবদুর রহমান খান বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় নিম্নচাপটি গভীর নিম্নচাপে রূপ নেয়। এটি বুধবার ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে।’

তিনি বলেন, ‘ঘূর্ণিঝড়টি ভারতের উড়িশ্যা বা পশ্চিমবঙ্গের উপকূলের দিকে যেতে পারে। এর গতিপথ পরিবর্তন হতে পারে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার মধ্যরাতে এটি ভারতের উড়িশ্যা ও পশ্চিমবঙ্গের উপকূল অতিক্রম করতে পারে বলেও জানিয়েছেন আবদুর রহমান খান।

তিনি বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে খুলনা ও বরিশাল উপকূলে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হতে পারে। রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।