বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পেয়েছেন প্রাবন্ধিক, গবেষক, সাহিত্য সমালোচক ও সমাজ বিশ্লেষক আবুল কাসেম ফজলুল হক। আগামী তিন বছরের জন্য অন্তর্বর্তী সরকার তাকে এই পদে নিয়োগ দিয়েছে।
সংস্কৃতি মন্ত্রণালয়ের উপ-সচিব শারাবান তাহুরা সাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
৮৪ বছর বয়সী আবুল কাসেম ফজলুল হক চার দশকেরও বেশি সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন ও রক্ষায় তিনি সোচ্চার, এবং রাষ্ট্রভাষা বাংলা রক্ষা কমিটির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
তিনি একাডেমির বর্তমান সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেনের স্থলাভিষিক্ত হচ্ছেন। ২০২২ সালের ৩ ফেব্রুয়ারি সেলিনা হোসেন সভাপতি পদে দায়িত্ব গ্রহণ করেছিলেন, তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৭ অক্টোবর তিনি পদত্যাগ করেন।
আরও পড়ুন: