শুক্রবার

২২ নভেম্বর, ২০২৪
৮ অগ্রহায়ণ, ১৪৩১
২১ জামাদিউল আউয়াল, ১৪৪৬

ভাসান চরে যাচ্ছে নতুন পাঁচ শতাধিক রোহিঙ্গা

প্রতিনিধি, কক্সবাজার

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৪ ২২:১৪

শেয়ার

ভাসান চরে যাচ্ছে নতুন পাঁচ শতাধিক রোহিঙ্গা
ভাসান চরে রোহিঙ্গাদের জন্য বাসস্থান। ছবি: সংগৃহীত

দীর্ঘ ৭ মাস বিরতির পর আবারো শুরু হয়েছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তর প্রক্রিয়া।

সোমবার সকাল থেকেই ২৫ তম ধাপে ভাসানচর যেতে আগ্রহী উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পের রোহিঙ্গার উখিয়া কলেজে স্থাপিত অস্থায়ী ট্রানজিট পয়েন্টে জড়ো হতে শুরু করেন। রাতের যেকোনো সময়ে এ রোহিঙ্গারা বাসযোগে উখিয়া থেকে যাত্রা করবেন বলে জানিয়েছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (এআরআরআরসি) মোহাম্মদ সামছু-দ্দৌজা।

তিনি জানান, উখিয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে স্বেচ্ছায় ভাসানচরে যেতে আগ্রহী রোহিঙ্গারা জড়ো হয়েছেন। তাদের সংখ্যা ৫০০ থেকে ৬০০ হতে পারে। রাতেই তারা উখিয়া থেকে চট্টগ্রামের পতেঙ্গায় যাবেন এবং সেখান থেকে নৌপথে ভাসানচরে পৌঁছাবেন।

উল্লেখ্য যে, নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গাদের পুনর্বাসন প্রকল্পের আওতায় ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গা আসেন। ২৪ ধাপে এখন পর্যন্ত ৩৬ হাজার রোহিঙ্গা ভাসানচরে স্থানান্তর করা হয়েছে বলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয় সূত্রে জানা গেছে।