বাংলাদেশে মানবাধিকার সমুন্নত রাখার প্রয়াসে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক। ঢাকা সফরের প্রথম দিন তিনি সরকারের একাধিক উপদেষ্টার সঙ্গে আলোচনায় আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচার বিভাগের স্বাধীনতায় গুরুত্বারোপ করে সংস্কারে প্রয়োজনীয় সহযোগিতা দেয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
ফলকার টুর্ক দুই দিনের সফরে ঢাকায় এসেছেন। সফরের প্রথম দিনে মঙ্গলবার তিনি আইন উপদেষ্টা আসিফ নজরুল ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে আলাদা বৈঠক করেন।
পাশাপাশি তিনি দুপুরে রাজধানীর একটি হোটেলে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে এক মধ্যাহ্নভোজে যোগ দেন।
এরপর তিনি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে আলাদা বৈঠক করেন। বিকেলে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে দেখেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন।
আরও পড়ুন: