শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২১ শাওয়াল, ১৪৪৬

জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৪ ১০:৪২

শেয়ার

জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেল গ্রেফতার
শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেল গ্রেফতার। ছবি: সংগৃহীত

র‍্যাবের এক যৌথ অভিযানে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেলসহ তার ১১ সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার র‍্যাব-২ এবং র‍্যাব-৯ যৌথভাবে সিলেট ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। শুক্রবার র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

র‍্যাবের তথ্য অনুযায়ী, সোহেল দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার চক্রের সদস্যরা মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ও বিপণিবিতান এলাকায় নিয়মিত মাদক কেনাবেচা, চাঁদাবাজি, ছিনতাই, অপহরণ, এবং হত্যাসহ নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিল। র‍্যাবের দাবি, সোহেলের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জনের একটি সক্রিয় চক্র রয়েছে, যা এলাকায় ব্যাপক অপরাধমূলক তৎপরতা চালিয়ে যাচ্ছে।

সোহেলের সহযোগীদের মধ্যে আমীর হোসেন হীরা, জামাল হোসেন, শাহীনুর বেগম, আনোয়ার হোসেন, মো. মিঠুন, সাহিল, নাঈম, মো. আজিম, নূর বেগম, ভানু বেগম ও সাকিব হাসান রয়েছেন। সোহেলের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় অস্ত্র ও মাদক সংক্রান্ত ১৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব। এই অভিযানের মাধ্যমে জেনেভা ক্যাম্পসহ আশপাশের এলাকায় অপরাধ দমনে র‍্যাবের তৎপরতা আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে।

banner close
banner close