শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২১ শাওয়াল, ১৪৪৬

জেল হত্যা দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি জানিয়ে স্মারকলিপি দেবেন সোহেল তাজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৪ ১১:১৩

শেয়ার

জেল হত্যা দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি জানিয়ে স্মারকলিপি দেবেন সোহেল তাজ
সোহেল তাজ। ছবি: সংগৃহীত

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ জেল হত্যা দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে তিন দফা দাবি উত্থাপন করেছেন। শুক্রবার নিজের ফেসবুক পেজে তিনি জানান, আগামী ৩ নভেম্বর তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি জমা দেবেন।

স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সন্তান সোহেল তাজ জেল হত্যা দিবসকে জাতীয় শোক দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি, ১০ এপ্রিলকে প্রজাতন্ত্র দিবস হিসেবে ঘোষণা, এবং মুক্তিযুদ্ধের ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন।

সোহেল তাজ বলেন, ‘এ তিনটি দাবি যৌক্তিক ও স্বাধীনতার চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ৩ নভেম্বর বিকেল ৩টা ৩০ মিনিটে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান ও সেখান থেকে পদযাত্রার মাধ্যমে স্মারকলিপি  প্রদানের পরিকল্পনা রয়েছে আমাদের।’  

 

banner close
banner close