শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২১ শাওয়াল, ১৪৪৬

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৪ ১৩:০৫

আপডেট: ২ নভেম্বর, ২০২৪ ১৩:০৬

শেয়ার

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান শুরু
ফাইল ছবি

শনিবার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে ‘শহিদ পরিবারের পাশে বাংলাদেশ’ শিরোনামে একটি সহায়তা প্রদান কর্মসূচি শুরু হয়। প্রথম পর্যায়ে ২০০ শহিদ পরিবারের মধ্যে ৫ লাখ টাকার চেক বিতরণ করা হবে।   

অর্থিক সহায়তার পাশাপাশি শহিদ পরিবারগুলোর জন্য সাইকোলজিক্যাল কাউন্সেলিং এবং চিকিৎসা সেবা প্রদান করা হবে। শুক্রবার সংবাদ সম্মেলনে সারজিস আলম এ কর্মসূচির ঘোষণা দেন এবং জানান, আহতদের জন্য ১ লাখ টাকা করে সহায়তা দেয়া হবে।

সারজিস উল্লেখ করেন যে, সকাল থেকে বিকেল পর্যন্ত সপ্তাহে ২০০ জনকে সহায়তা দেয়া হবে, যা প্রথমে ঢাকা থেকে শুরু হবে এবং পরে আট বিভাগে সম্প্রসারণ করা হবে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে শহিদ পরিবারগুলোকে ৫ লাখ এবং আহতদের ১ লাখ টাকা প্রদান করা হবে, এবং আহতদের পুনর্বাসন কার্যক্রমও ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত হবে। 

 

 

banner close
banner close