খাগড়াছড়িতে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়ায় স্বস্তি ফিরেছে পর্যটনব্যবসার সঙ্গে সংশ্লিষ্টদের। একই সঙ্গে আনন্দ দেখা দিয়েছে পাহাড় ভালোবাসা পর্যটকদের মনেও।
খাগড়াছড়ির জেলা প্রশাসক মঙ্গলবার (৫ নভেম্বর) থেকে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় পর্যটকরা পাহাড়ি এ জেলার সব পর্যটন স্থানের পাশাপাশি যেতে পারবেন সাজেকও। এতে করে দীর্ঘ একমাস পর এখানকার পর্যটন কেন্দ্রগুলোতে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। এদিকে, পর্যটকদের জন্য বিভিন্ন ছাড়সহ নানান সুযোগ-সুবিধা ঘোষণা করেছেন পর্যটন ব্যবসায়ীরা।
পাহাড় আর প্রাকৃতিক ঝরনার অপার সৌন্দর্যের সমাহার পার্বত্য এ জেলা খাগড়াছড়িতে। দীর্ঘ একমাস পর এখানে পর্যটকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে প্রশাসন। তাইতো পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত পর্যটনসংশ্লিষ্টরা।
এখানকার গাড়ি চালকরা জানান, এটাই তাদের জীবিকা। শুধু তাই নয়, প্রতিদিন নতুন নতুন মানুষকে পাহাড়ি সৌন্দর্য ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো তাদের কাছে বিশাল আনন্দের ব্যাপার। নিষেধাজ্ঞা তুলে দেয়ায় তারা বেশ আনন্দে আছেন।
হোটেল ও মোটেল মালিকরা বলছেন, ভ্রমণ নিষেধাজ্ঞায় গত একমাসে খাগড়াছড়িতে পর্যটন খাতে প্রায় ৫০ কোটি টাকার লোকসান হয়েছে। এবার তা কাটিয়ে উঠতে চান তারা।
আরও পড়ুন: