শুক্রবার

২২ নভেম্বর, ২০২৪
৮ অগ্রহায়ণ, ১৪৩১
২০ জামাদিউল আউয়াল, ১৪৪৬

ভালো কাজে পুরস্কার ও অনিয়মে শাস্তি চান ইসি সচিব

প্রতিনিধি,সিলেট

প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৪ ১৮:৫৩

শেয়ার

ভালো কাজে পুরস্কার ও অনিয়মে শাস্তি চান ইসি সচিব
ফাইল ছবি।

নির্বাচন কমিশনের কর্মকর্তাদের ভালো কাজে পুরস্কৃত করার পাশাপাশি অনিয়ম বা ব্যত্যয় হলে শাস্তি চান নির্বাচন কমিশনের (ইসি) সচিব শফিউল আজিম।

সিলেট অঞ্চলের জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদনসমূহ নিষ্পত্তিকরণ ও নতুন ভোটার নিবন্ধন সেবা নিশ্চিতকরণে সভায় তিনি এ কথা বলেন।

সচিব বলেন, সব কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে উদ্যোগ গ্রহণ করে জনবান্ধব কার্যালয় পরিচালনার মাধ্যমে জাতীয় পরিচয়পত্র এবং ভোটার নিবন্ধন সংক্রান্ত যাবতীয় সেবা দিতে হবে।

ইসি সচিব আরও বলেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদেরকে তার আওতাধীন সিনিয়র জেলা বা জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তাদের কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং করতে হবে। সেবা দেয়ার ক্ষেত্রে কোনো অনিয়ম বা ব্যত্যয় ঘটলে শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। তবে কর্মকর্তা-কর্মচারীদের ভালো কাজের জন্য পুরস্কারের ব্যবস্থা করতে হবে বলে জানান সচিব।

সেবা দেয়ার ক্ষেত্রে অফিসে সেবা কর্নার বা হেল্প ডেস্কে জাতীয় পরিচয়পত্র সেবা সীমাবদ্ধ না রেখে মাঠ পর্যায়ের প্রতিটি অফিসকেই সামগ্রিক সেবা কেন্দ্রে পরিণত করার নির্দেশনা দেন তিনি।