মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক ২০ বাংলাদেশী জেলেকে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার বিকাল ৪টায় মায়ানমারের আরাকান আর্মি নাফ নদীর সীমান্ত এলাকা দিয়ে আটককৃত এসব জেলেকে বিজিবির হাতে তুলে দেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ।
মঙ্গলবার দুপুর ৪টায় টেকনাফের শাহপরীর দ্বীপ ট্রলারঘাট থেকে ২০ জন বাংলাদেশী জেলে ১৫টি হস্তচালিত ও ২টি ইঞ্জিনচালিত নৌকাযোগে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়েছিল। মাছ ধরার সময় ভুলবশত তারা বাংলাদেশ-মায়ানমার সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মায়ানমারের জলসীমায় প্রবেশ করে। এসময় মায়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি তাদের অবৈধ অনুপ্রবেশের দায়ে নৌকাসহ আটক করে।
বিজিবির নিরলস প্রচেষ্টা ও আরাকান আর্মির সঙ্গে কার্যকর যোগাযোগের মাধ্যমে আজ আটককৃত ২০ জেলেকে বাংলাদেশে ফেরত আনা সম্ভব হয়েছে।
পরে বিজিবি ফেরত আসা জেলেদেরকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করে।
আরও পড়ুন: