শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

আইনশৃঙ্খলা বাহিনী যখনই চাবে তখনই শেখ হাসিনাকে ফেরত দিতে হবে ভারতের: জামায়াত আমীর

প্রতিনিধি, নীলফামারী

প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৪ ১৫:২৫

আপডেট: ৮ নভেম্বর, ২০২৪ ১৫:৫৬

শেয়ার

আইনশৃঙ্খলা বাহিনী যখনই চাবে তখনই শেখ হাসিনাকে ফেরত দিতে হবে ভারতের: জামায়াত আমীর
কর্মী সভায় ভাষণ দিচ্ছেন ড. শফিকুর রহমান। ছবি: বাংলা এডিশন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে খুন, গুম ও হত্যা মামলা আছে। আইনশৃঙ্খলা বাহিনী যখনই চাইবে ভারতকে তখনই শেখ হাসিনাকে ফেরত দিতে হবে।

শুক্রবার নীলফামারী জেলা জামায়াতের আয়োজনে কর্মী সভায় এ কথা বলেন তিনি।

ভারতের কাছ থেকে সুপ্রতিবেশী সুলভ আচরণ পাওয়ার আশা করে বাংলাদেশ উল্লেখ করে ড. শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন পালাবেন না। কিন্তু তিনি চলে গিয়ে তার প্রিয় দেশে আশ্রয় নিলেন। তারা আমাদের প্রতিবেশী। প্রতিবেশীকে আমরা সম্মান করি। আমার প্রতিবেশী যদি ভালো থাকে, আমিও ভালো থাকবো। প্রতিবেশীকে যদি আমি কষ্ট দিই অনুরূপ কষ্ট পাওয়ার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। কোনো প্রতিবেশীকে কষ্ট দেয়া আমরা বিশ্বাস করি না। অনুরূপভাবে প্রতিবেশীর কাছ থেকেও আমরা সুপ্রতিবেশী সুলভ আচরণ পেতে চাই।

তিনি আরও বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার জাতিকে ধোঁকা দিয়েছেন। মানুষ খুন করেছেন, গণহত্যা চালিয়েছেন। গুম করে আয়না ঘর তৈরি করেছেন, হাজারো মায়ের বুক খালি করেছেন, মানুষের ইজ্জতের ওপর হামলা করেছেন। আর জামায়াতে ইসলামী সারা বাংলাদেশের ইউনিয়নের অফিসগুলো সিলগালা করে দিয়েছিলেন। ঘরের মধ্যে বসেও আমরা শান্তি পাইনি। ঘর থেকে তুলে নিয়ে আমাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়া হয়েছে। এসব ছিল বাংলাদেশের চলমান বাস্তবতা। সেই কষ্ট বুকে নিয়ে আমরা এ পর্যায়ে এসে দাঁড়িয়েছি।

কর্মী সম্মেলনে জামায়াতে ইসলামী জেলা আমির আব্দুস সাত্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম। এছাড়াও সম্মেলনে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। দীর্ঘ ১৭ বছর পর নীলফামারিতে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো। এ সমাবেশ সকাল ৯টায় শুরু হওয়ার কথা থাকলেও, ভোর থেকেই মাঠে ভিড় করেন কর্মীরা।

banner close
banner close