শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

বাংলাদেশে সভা-সমাবেশ করার সুযোগ নেই আওয়ামী লীগের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৪ ১৫:৫৭

শেয়ার

বাংলাদেশে সভা-সমাবেশ করার সুযোগ নেই আওয়ামী লীগের
অন্তবর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ হচ্ছে একটি ফ্যাসিষ্ট দল। এই ফ্যাসিবাদী দলের বাংলাদেশে বিক্ষোভ, সভা-সমাবেশ করার কোনো সুযোগ নেই বলেছেন অন্তবর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার দুপুর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে এসব কথা জানান তিনি।

শফিকুল আলম ওই পোস্টে বলেন, গণহত্যাকারী ও স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশ নিয়ে কেউ সভা, সমাবেশ ও মিছিল করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পূর্ণাঙ্গভাবে মোকাবেলা করবে। অন্তর্বর্তী সরকার কোনো সহিংসতা বা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গের কোনো প্রচেষ্টাকে বরদাস্ত করবে না।

প্রেস সচিবের পোস্টের প্রতিক্রিয়ায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেন, বিএনপি কখনো আইনবিরোধী কাজে সমর্থন করে না।

ফ্যাসিবাদীদের আশীর্বাদপুষ্ট সুযোগসন্ধানী কোন নেতার আপাতত বিএনপিতে স্থান হবে না বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: ঢাকার গুরুত্বপূর্ণ স্থানে আক্রমণের সিদ্ধান্ত আওয়ামী লীগের: প্রধান লক্ষ্য ঢাবিসহ বেশকিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়

উল্লেখ্য, রবিবার বিকেল তিনটায় শহীদ নূর হোসেন দিবসে রাজধানীর জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে আওয়ামী লীগ। অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে দলটি এই কর্মসূচি ঘোষণা দিয়েছে। দলটির ফেসবুক পেজে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

দেশব্যাপী সব জেলা ও উপজেলা পর্যায়ে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসূচি পালনেরও আহ্বান জানানো হয় আওয়ামী লীগের ওই বিজ্ঞপ্তিতে।

banner close
banner close