শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

জিরো পয়েন্টে কর্মসূচি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৪ ২০:৩৯

আপডেট: ৯ নভেম্বর, ২০২৪ ২০:৪৫

শেয়ার

জিরো পয়েন্টে কর্মসূচি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণা। ছবিঃ সংগৃহীত

১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে বিকেল ৩ টায় গুলিস্তান জিরো পয়েন্টে কর্মসূচি ঘোষণা করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। এর জেরে একইদিন দুপুর ১২ টায় ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চের ব্যানারে গণজমায়েত কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই ঘোষণায় বলা হয়েছে, পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েতের আয়োজন করা হয়েছে।

বিগত প্রায় ৩ দশকের বেশি সময় ধরে ১০ নভেম্বর শহীদ নূর হোসেন ও গণতন্ত্র দিবস হিসেবে দিনটিকে পালন করে আওয়ামী লীগ। দলটির সভানেত্রীসহ নেতা-কর্মীরা আত্মগোপনে থাকলেও এবারও এই দিনে কর্মসূচি পালনের ঘোষণা আসে আওয়ামী লীগের পক্ষ থেকে।

banner close
banner close