রবিবার

২৪ নভেম্বর, ২০২৪
১০ অগ্রহায়ণ, ১৪৩১
২৩ জামাদিউল আউয়াল, ১৪৪৬

মুক্তিযুদ্ধের ইতিহাস বঙ্গবন্ধু-কেন্দ্রিক করা হয়েছে: তাজউদ্দীন আহমদের মেয়ে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৪ ০৯:৩৬

আপডেট: ১০ নভেম্বর, ২০২৪ ০৯:৪৯

শেয়ার

মুক্তিযুদ্ধের ইতিহাস বঙ্গবন্ধু-কেন্দ্রিক করা হয়েছে: তাজউদ্দীন আহমদের মেয়ে
সঞ্চালকের সঙ্গে শারমিন আহমেদ ও সোহেল তাজ। ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে শারমিন আহমেদ বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাসে গ্রামীণ জনগণের অবদান হারিয়ে গেছে; এটি শুধু বঙ্গবন্ধু-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখা হয়েছে।

শনিবার অনুষ্ঠিত ‘শতাব্দীর কণ্ঠস্বর তাজউদ্দীন আহমদ: কন্যার চোখে, পুত্রের চোখে’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

শারমিন আহমেদ আরও বলেন, তরুণদের ইচ্ছাকে তাঁরা সমর্থন করবেন, তবে সরাসরি রাজনীতিতে যুক্ত হওয়ার চিন্তা এই মুহূর্তে তাদের নেই।

শারমিন আহমেদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাজউদ্দিন আহমদের পুত্র ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। এসময় আওয়ামী লীগের নেতৃত্বে আসার বিষয়ে তিনি বলেন, দলটি যদি আত্মসমালোচনা করে, নিজেদের কর্মপন্থা স্বীকার করে এবং অপরাধীদের বিচারের আওতায় আনে, তবে নেতৃত্বের বিষয়ে বিবেচনা করবেন।

তিনি আরও জানান, দল পরিচ্ছন্ন ও জবাবদিহিতার প্রতিশ্রুতি দিলে নেতৃত্বে আসার বিষয়টি সম্ভব।

অনুষ্ঠানটির আয়োজন করে প্রকাশনা সংস্থা ঐতিহ্য। এসময় ঐতিহ্যের প্রধান নির্বাহী আরিফুর রহমান নাইম শারমিন আহমেদ ও সোহেল তাজের হাতে ‘নেতা ও পিতা’ বইয়ের নতুন সংস্করণ তুলে দেন।