শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

আজ শহীদ নূর হোসেন দিবস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৪ ০৯:৫৫

আপডেট: ১০ নভেম্বর, ২০২৪ ০৯:৫৮

শেয়ার

আজ শহীদ নূর হোসেন দিবস
শহীদ নূর হোসেন। ছবিঃ সংগৃহীত

আজ ১০ নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস। দেশের ইতিহাসে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন ও সংগ্রামের এক অবিস্মরণীয় দিন।

১৯৮৭ সালের এই দিনে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে বুকে-পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ লেখা নিয়ে মিছিলে অংশ নিয়েছিলেন নূর হোসেন।

মিছিলটি রাজধানীর জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে, পুলিশের চালানো গুলিতে শহীদ হন নূর হোসেন। মৃত্যুর পর নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজধানীর জিরো পয়েন্ট এলাকার নামকরণ করা হয় শহীদ নূর হোসেন স্কয়ার। এরপর ১০ নভেম্বরকে শহীদ নূর হোসেন দিবস হিসেবে ঘোষণা করা হয়। 

আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের কর্মী হিসেবে প্রাণ দিয়েছিলেন নূর হোসেন। তার আত্মদানের পর ১৯৯০ সালে ৬ ডিসেম্বর এরশাদের স্বৈরশাসনের অবসান ঘটে।  

নূর হোসেন বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রহমানের কবিতায় জায়গায় করে নিয়েছেন-  

সারারাত নূর হোসেনের চোখে এক ফোঁটা ঘুমও

শিশিরের মতো জমেনি, বরং তার শিরায় শিরায়

জ্বলেছে আতশবাজি সারারাত, কী এক ভীষণ

বিস্ফোরণ সারারাত জাগিয়ে রেখেছে

ওকে, ওর বুকে ঘন ঘন হরিণের লাফ,

কখনো অত্যন্ত ক্ষীপ্র জাগুয়ার তাকে

প্রতিদ্বন্দ্বী ভেবে জ্বলজ্বলে

চোখে খর তাকিয়ে রয়েছে ওর দিকে,

এতটুকু ঘুমাতে দেয়নি।

banner close
banner close