ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বতীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের আকার আরও বাড়ছে। নতুন করে পাঁচজন উপদেষ্টা যুক্ত হচ্ছেন।
রোববার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নতুন উপদেষ্টারা শপথ নেবেন বলে জানা গেছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। ২১ সদস্য নিয়ে উপদেষ্টা পরিষদ গঠিত হলেও এবার আরও ৫ জন যুক্ত হতে পারে। যার ফলে পরিষদের মোট সদস্য সংখ্যা দাড়াবে ২৬ জনে।
সরকারি যানবাহন অধিদপ্তর সূত্রে জানা গেছে, তাদের গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে।
নতুন উপদেষ্টা হিসেবে আলোচনায় আছেন যারা-
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) থেকে সদ্য পদত্যাগ করা আহ্বায়ক ও সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী, ড. মঞ্জুরুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া একজন বিশেষজ্ঞ চিকিৎসকও নতুন উপদেষ্টা পরিষদে যুক্ত হতে পারেন।
আরও পড়ুন: