শুক্রবার

২২ নভেম্বর, ২০২৪
৭ অগ্রহায়ণ, ১৪৩১
২০ জামাদিউল আউয়াল, ১৪৪৬

বাংলাদেশে ট্রাম্প সমর্থকদের গ্রেফতার শিরোনামে ভারতের পত্রিকার ভুয়া প্রতিবেদন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৪ ১৭:৩৭

শেয়ার

বাংলাদেশে ট্রাম্প সমর্থকদের গ্রেফতার শিরোনামে ভারতের পত্রিকার ভুয়া প্রতিবেদন
ট্রাম্পকে জড়িয়ে বাংলাদেশকে নিয়ে ভারতের মিডিয়ার মিথ্যাচার। কোলাজ: বাংলা এডিশন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ায় তার সমর্থনে মিছিল করতে চাইলে বাংলাদেশ থেকে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে উল্লেখ করে সম্পূর্ণ মনগড়া ও বানোয়াট সংবাদ প্রচার করেছে ভারতের বেশকিছু গণমাধ্যম।

রোববার ভারতের মূলধারার সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে, আজ তাক বাংলা, কলকাতা টিভি সত্য ঘটনা গোপন করে মিথ্যা সংবাদ প্রচার করে।

তাদের প্রচারিত সংবাদে দেখা যায়, বাংলাদেশের কিছু লোককে ট্রাম্পের ছবি সংবলিত প্ল্যাকার্ডসহ গ্রেফতার করা হয়েছে।

আর এই ছবি দেখেই আটক হওয়া ব্যক্তিদের উদ্দেশ্য না জেনেই মিথ্যা প্ররোচনা মূলক সংবাদ প্রকাশ করেছে তারা।

আদতে ট্রাম্পের প্ল্যাকার্ডসহ আটক ব্যক্তিরা কেউই তার সমর্থক নয়। তাদের উদ্দেশ্য ছিল ট্রাম্পের ছবিসহ মিছিলের আড়ালে নূর হোসেন দিবসে বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করা।

এই উদ্দেশ্য হাসিল করার জন্য কয়েকদিন আগে বাংলাদেশ থেকে ভারতে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ফোনকলে তার দলের সমর্থকদের বলেন, ট্রাম্পের ছবিসহ মাঠে নামবা, যদি কেউ বাঁধা দেয়, তার ভিডিও করে ট্রাম্পকে পাঠাতে হবে। তাহলে ট্রাম্প বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যাবে।

যদিও মিছিলে নামার আগেই তারা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়।

বাংলাদেশেও এইসব আওয়ামী লীগ সমর্থকদের আটকের পর এইভাবে ছবি প্রচার করায় আটকে জড়িত থাকা পুলিশ সদস্যদের নিয়ে সমালোচনা হচ্ছে।

উপরের ঘটনা আলোচনা করলে বলাই যায় যে, সম্পূর্ণ উদ্দেশ্যমূলক ভাবেই ভারত থেকে এইসব মিথ্যা সংবাদ ছড়ানো হচ্ছে। যেন নতুন নির্বাচিত ট্রাম্প বাংলাদেশের বর্তমান সরকারের উপর ক্ষুব্ধ হয়ে হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসনে সহায়তা করে।