সোমবার

২৫ নভেম্বর, ২০২৪
১০ অগ্রহায়ণ, ১৪৩১
২৩ জামাদিউল আউয়াল, ১৪৪৬

তথ্য উপদেষ্টা নাহিদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ; ফেসবুকজুড়ে ‘উই আর নাহিদ’ হ্যাশট্যাগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৪ ১০:৫৩

আপডেট: ১৩ নভেম্বর, ২০২৪ ১০:৫৭

শেয়ার

তথ্য উপদেষ্টা নাহিদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ; ফেসবুকজুড়ে ‘উই আর নাহিদ’ হ্যাশট্যাগ
ছবিঃসংগৃহীত

স্বৈরাচার পতনের অন্যতম কারিগর ছিলেন ছাত্র-জনতার অভ্যুত্থানের নেতা নাহিদ ইসলাম। সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন তিনি। বারবার নির্যাতিত হলেও, ভারত ও আওয়ামী বিরোধী অবস্থানে অনঢ় ছিলেন নাহিদ।

কোটা সংস্কার আন্দোলনের সময় নাহিদ ইসলামকে চোখ বেঁধে তুলে নিয়ে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায় আইনশৃঙ্খলা বাহিনী। ডিবি পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। আঘাতের কারণে তার দুই কাঁধ ও বাম পায়ের রক্ত জমাট বেঁধে যায়। শুধু শারীরিক নয়, মানসিকভাবেও নির্যাতন করা হয় তাকে। আন্দোলনের নেতৃত্বে বাধা দিতেই তার উপর অমানবিক নির্যাতন চালায় তৎকালীন ডিবি প্রধান হারুণ।

কোন নির্যাতনই দমাতে পারেনি নাহিদকে। সততা,সাহস ও দক্ষতার কারণে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান নাহিদ। দায়িত্ব পাওয়ার পরেও, আওয়ামী দোসর ও ভারতের বিরুদ্ধে সোচ্চার তিনি।

নাহিদ বলেন, বাংলাদেশ ও সরকারকে নিয়ে অপপ্রচার এবং ষড়যন্ত্র হচ্ছে। পাশের দেশ ভারতের বিভিন্ন মিডিয়াতেও অপপ্রচার চালানো হচ্ছে। প্রকৃত সত্য তুলে ধরার জন্য গণমাধ্যমসহ সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান নাহিদের।

তার এমন সাহসী পদক্ষেপের কারণেই আওয়ামী দোসররা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। নাহিদ ইসলামকে নিয়ে চালানো হচ্ছে অপপ্রচার। সম্প্রতি ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির (এনআইবি) মহাপরিচালক পদের নিয়োগপত্রে উপদেষ্টা নাহিদ ইসলামের সুপারিশসহ সই করা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে একটি কুচক্র। নাহিদ ইসলাম জানান বিষয়টি অসত্য।

নাহিদের বিরুদ্ধে ষড়যন্ত্রের পাল্টা জবাব হিসেবে ‘উই আর নাহিদ’ (আমরাই নাহিদ) হ্যাশট্যাগে ছেয়ে গেছে ফেইসবুক। লাল ব্যাকগ্রাউন্ডের উপর #WeAreNahid লিখে নাহিদ ইসলামের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, বিভিন্ন দলের নেতাকর্মীসহ সাধারণ জনগণ।