দেশের সকলকে ধৈর্য রাখতে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, আমরা হাতে চেরাগবাতি নেই, যে রাতারাতি সব বদলে ফেলবো। ৫ আগস্টের পর পুলিশ নির্জীব ছিলো, এখন আগের তুলনায় পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে বলেও জানান তিনি।
সবকিছু ঠিক হয়ে যাবে উল্লেখ করে সবার সহযোগিতা কামনা করেন তিনি। এছাড়াও কিছু হলেই সড়ক অবরোধ করে আন্দোলনের নিন্দা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
বৃহস্পতিবার বরিশালের পুলিশ লাইন মিলনায়তনে আয়োজিত প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব বলেন তিনি।
এর আগে দুপুর পৌনে বারোটায় বরিশালের সার্কিট হাউসে পৌছান স্বরাষ্ট্র উপদেষ্টা। সে সময় বিভাগীয় কমিশনার রায়হান কাউসার, জেলা প্রশাসক দেলোয়ার হোসেনসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
গার্ড অব অনার গ্রহণ করে বিশ্রাম নিয়ে তিনি পুলিশ লাইন মিলনায়তনে আয়োজিত বরিশাল বিভাগের আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন তিনি।
উপদেষ্টা বলেন, বরিশাল অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক জেলার তুলনায় স্বাভাবিক রয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার এবার হবে বলে জানান।
ভারতের গণমাধ্যম সমানে বাংলাদেশ নিয়ে মিথ্যাচার চালাচ্ছে উল্লেখ করে বলেন, তাদের অবস্থা এখন এমন হয়েছে যে সত্য বললেও মনে হয় মিথ্যাচার। তাদের এই আচরণের প্রতিবাদ পররাষ্ট্র মন্ত্রণালয় জানাচ্ছে এবং জানাবে।
মাদক ও সন্ত্রাস সম্পর্কে উপদেষ্টা সাংবাদিকদেরও সচেতন থাকার এবং পুলিশ প্রশাসনের সাথে সহযোগিতা করার আহ্বান জানান।
আরও পড়ুন: