বৃহস্পতিবার

২১ নভেম্বর, ২০২৪
৭ অগ্রহায়ণ, ১৪৩১
২০ জামাদিউল আউয়াল, ১৪৪৬

দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৪ ২০:৫৩

শেয়ার

দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত কপ-২৯ জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাত ৮টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এর আগে, সোমবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজারবাইজান যান। তিনি ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট স্থানীয় সময় বেলা ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

বুধবার বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে ভাষণ দেন ড. ইউনূস। একই দিনে, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এলডিসি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান উপদেষ্টা ড. ইউনূসও উপস্থিত ছিলেন।

কপ-২৯ সম্মেলনের মাঝে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে বৈঠক করেন। উভয় নেতা দুই দেশের পারস্পরিক স্বার্থ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

ড. ইউনূস এছাড়াও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে তারা বাংলাদেশে শ্রম ইস্যু ও উন্নয়ন নিয়ে আলোচনা করেন। এসময় তিনি থেরেসা মে’কে বাংলাদেশের জুলাই-আগস্ট বিপ্লবের সময় তরুণদের আঁকা গ্রাফিতি ও ম্যুরালের একটি বই উপহার দেন।

কপ-২৯ সম্মেলনে বিশ্বনেতা ও কূটনীতিকরা জলবায়ু পরিবর্তনের বিপজ্জনক প্রভাব মোকাবেলার জন্য আলোচনা করছেন। সম্মেলনটি ১১ থেকে ২২ নভেম্বর পর্যন্ত চলবে। এতে উন্নত দেশগুলোর প্রতি জলবায়ু আর্থিক প্রতিশ্রুতি পূরণের এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোকে প্রযুক্তিগত সহায়তা প্রদানের আহ্বান জানানো হয়েছে।