রবিবার

২৪ নভেম্বর, ২০২৪
১০ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের সহায়তা করা একটি জাতীয় দায়িত্ব: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৪ ১৫:৫০

আপডেট: ১৫ নভেম্বর, ২০২৪ ১৬:৩১

শেয়ার

গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের সহায়তা করা একটি জাতীয় দায়িত্ব: নাহিদ ইসলাম
ফাইল ছবি।

জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহতদের পাশে দাঁড়ানো রাজনৈতিক দলগুলোর নৈতিক দায়িত্ব বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে ছয়জন উপদেষ্টা ও আন্দোলনে আহত ব্যক্তিদের সঙ্গে বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আহত ও শহিদদের সহায়তা করা একটি জাতীয় দায়িত্ব। এটি কোনো নির্দিষ্ট সরকারের দায়িত্ব নয়। রাজনৈতিক দলগুলোর উচিত তাদের পাশে দাঁড়ানো। তিনি আশ্বাস দেন যে, বর্তমান সরকার আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

আহতদের রাস্তায় নামার কারণ নিয়ে নাহিদ ইসলাম দুঃখপ্রকাশ করে বলেন, এটা অত্যন্ত দুঃখজনক। তাদের সম্মান জানানো প্রতিটি নাগরিকের কর্তব্য।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, যখন শহিদ ও আহতদের নিয়ে আলোচনা হওয়া উচিত, তখন অনেকেই পুরো দায় সরকারের ওপর চাপিয়ে নির্বাচনের প্রসঙ্গ তুলছেন। আমি সবাইকে আহ্বান জানাই, শহিদ ও আহতদের পরিবারের প্রতি সমর্থন ও সহমর্মিতা প্রকাশ করতে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. সায়েদুর রহমান জানান, আহতদের স্বল্প ও দীর্ঘমেয়াদি পুনর্বাসনের জন্য বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বেসরকারি ফাউন্ডেশনের পাশাপাশি মন্ত্রণালয়গুলো আহতদের আজীবন চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করবে।

সভায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, উপদেষ্টা মাহফুজ আলম, ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।