রবিবার

২৪ নভেম্বর, ২০২৪
১০ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই সহজ নয়: আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৪ ১৮:৫৯

শেয়ার

ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই সহজ নয়: আইন উপদেষ্টা
আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ফ্যাসিবাদের শেকড় অনেক দূর ছড়িয়ে আছে। শুক্রবার রাজধানীতে অনুষ্ঠিত দুদিনব্যাপী অষ্টম কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

আইন উপদেষ্টা বলেন, ফ্যাসিস্টের শেকড় অনেক গভীরে চলে গেছে, তাদের বিরুদ্ধে লড়াই এত সহজ নয়। গত ১৫ বছরে তারা জড়ো হয়েছে আর এদিকে আমরা মাত্র কয়েক সপ্তাহ তাদের বিপরীতে কাজ করছি।

হত্যাকাণ্ডের চেয়ে গুমকে খারাপ অপরাধ উল্লেখ করে তিনি বলেন, আইন প্রণয়নের ক্ষেত্রে সক্ষমতার ঘাটতি থাকলেও গুমের বিরুদ্ধে আইন করায় সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই।

বর্তমান সরকার গুম হওয়া মানুষের পরিবারের সঙ্গে রয়েছে বলেও জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

এছাড়াও অনুষ্ঠানে বিগত সরকারের আমলে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন।