ঢাকা সফরে এসেছেন যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। আজ রোববার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠক করবেন তিনি।
জানা গেছে, এ বৈঠকে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার নিয়ে আলোচনা হবে। এ ছাড়াও নিরাপত্তা, বাণিজ্য সহযোগিতা এবং অভিবাসন ইস্যুতে কীভাবে একসাথে কাজ করা যায় সেগুলো নিয়েও আলোচনা করবেন তারা।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর যুক্তরাজ্যের কোনো মন্ত্রীর এটাই প্রথম বাংলাদেশ সফর। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথেও সাক্ষাৎ করবেন ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাথরিন।
উল্লেখ্য, চলতি বছরের জুলাইয়ে ব্রিটিশ ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস ক্যাথরিন ওয়েস্টকে ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি বিষয়ক আন্ডার সেক্রেটারি হিসেবে নিয়োগ দেয়। তিনি ব্রিটিশ সরকারের হয়ে চীন, উত্তরপূর্ব এশিয়া, দক্ষিণপূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং প্রশান্ত মহাসাগরীয় দীপপুঞ্জের দেখভাল করেন।
আরও পড়ুন: