শনিবার

২৩ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২১ জামাদিউল আউয়াল, ১৪৪৬

সংস্কার উদ্যোগে কমনওয়েলথ-এর সমর্থন চাইল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৪ ১২:৩০

শেয়ার

সংস্কার উদ্যোগে কমনওয়েলথ-এর সমর্থন চাইল বাংলাদেশ
কমনওয়েলথ-এর সমর্থন চাইল বাংলাদেশ। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রোববার কমনওয়েলথের সহকারী সেক্রেটারি জেনারেল লুইস গ্যাব্রিয়েল ফ্রান্সেসির নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে এলে তিনি এ সমর্থন চান।

তৌহিদ হোসেন বলেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জনগণের, বিশেষ করে দেশের তরুণদের আকাঙ্ক্ষার প্রতিফলন এবং অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের জন্য কমনওয়েলথের সমর্থন দরকার।’

এদিকে কমনওয়েলথের সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশের বর্তমান সরকারের গণতান্ত্রিক সংস্কারের প্রচেষ্টার প্রশংসা করেন এবং নির্বাচনি প্রক্রিয়া সংস্কারসহ সরকারের চলমান সংস্কার উদ্যোগের প্রতি সম্ভাব্য সব উপায়ে কমনওয়েলথের সমর্থনের আশ্বাস দেন। তিনি বৈষম্যমুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার জন্য কমনওয়েলথের অঙ্গীকারের ওপর জোর দেন।  

পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা কামনা করেন। তৌহিদ হোসেন বলেন, ‘বাংলাদেশের একার পক্ষে এই সমস্যার সমাধান করা সম্ভব হবে না। এই সংকটের একমাত্র সমাধান রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই মিয়ানমারে ফিরে যাওয়া।’

লুইস গ্যাব্রিয়েল রোহিঙ্গা সংকট সমাধানে কমনওয়েলথের জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেছে এবং রোহিঙ্গাদের অব্যাহত মানবিক সহায়তার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।