রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচয় না দেখার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৪ ১৮:২৪

আপডেট: ১৮ নভেম্বর, ২০২৪ ১৮:৩০

শেয়ার

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচয় না দেখার সুপারিশ
সফর রাজ হোসেন | ছবি: সংগৃহীত

জনমুখী, জবাবদিহিমূলক, দক্ষ ও নিরপেক্ষ পুলিশ বাহিনী গড়ে তোলার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদনে 'পুলিশ সংস্কার কমিশন' গঠন করা হয়।

 গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

কমিশনের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব সফর রাজ হোসেন। সদস্য হিসেবে রয়েছেন জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ, সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ ইকবাল, সাবেক বিভাগীয় কমিশনার মোহাম্মদ হারুন চৌধুরী, সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক শেখ সাজ্জাদ আলী, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মো. গোলাম রসুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শাহনাজ হুদা, মানবাধিকার কর্মী এ এস এম নাসিরউদ্দিন এলান এবং শিক্ষার্থী প্রতিনিধি।

কমিশন গত বৃহস্পতিবার থেকে কার্যক্রম শুরু করবে এবং ৯০ দিনের মধ্যে প্রতিবেদন প্রস্তুত করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে। কমিশনের কার্যালয় সরকার কর্তৃক নির্ধারিত হবে।

কমিশনের সদস্যরা সরকার কর্তৃক নির্ধারিত পদমর্যাদা, বেতন ও সুযোগ-সুবিধা পাবেন; তবে তারা অবৈতনিক দায়িত্ব পালন করতে চাইলে প্রধান উপদেষ্টা অনুমোদন দিতে পারেন।

প্রজাতন্ত্রের সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থা কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা প্রদান করবে। কমিশন প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করারও ক্ষমতা রাখে । স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কমিশনকে সাচিবিক সহায়তা দেবে।

banner close
banner close