রবিবার

২৪ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

পাশের দেশের মিডিয়া মিথ্যাচার করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৪ ১৮:১০

শেয়ার

পাশের দেশের মিডিয়া মিথ্যাচার করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। ছবি: সংগৃহীত

ভারতের কিছু গণমাধ্যমে বাংলাদেশ সম্পর্কে অতিরঞ্জিত সংবাদ পরিবেশন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী মন্তব্য করেছেন, পাশের দেশের মিডিয়া মিথ্যা প্রচার করছে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, "মিথ্যা সংবাদ প্রচার করবেন না, কারণ এর ফলে প্রতিবেশী দেশের সুবিধা হয়। আমাদের দেশের মিডিয়ার সুনাম রয়েছে, কিন্তু পাশের দেশের মিডিয়ার কোনো সুনাম নেই; তারা মিথ্যা তথ্যই বেশি প্রচার করে।"

মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া সেন্টারে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, "যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে, তবে তা ধরিয়ে দিন। তবে মিথ্যা খবর প্রচার করবেন না, যেটা ঘটেনি তা বলবেন না।"

এছাড়া সম্প্রতি পাকিস্তান থেকে আসা একটি জাহাজ নিয়ে গুজব ছড়ানোর প্রসঙ্গ তুলে তিনি বলেন, "এই জাহাজটি মিডল ইস্ট থেকে এসেছে। এখানে কোনো দেশের জাহাজ আসা নিষিদ্ধ নয়। আমাদের দেশে প্রয়োজনীয় সামগ্রী যেমন খেজুর, পেঁয়াজ, আলু—এসব রোজার সময় প্রয়োজন হবে। তাই, এসব রটাচ্ছে এমন ব্যক্তি বা গোষ্ঠী আমাদের শত্রু।"

সরকার পতন পরবর্তী মামলাগুলোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "ভুয়া মামলায় কেউ যেন হেনস্তার শিকার না হন, সেদিকে সরকার সতর্ক রয়েছে। পুলিশ, র‍্যাব বা অন্যান্য বাহিনী নয়, বর্তমানে জনগণ এসব মামলা দায়ের করছে।"

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, "কোনো সময় কি আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভালো ছিল? তবে সম্প্রতি একটি পূজা সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে, এবং আমরা এখানে নানা সমস্যা নিয়ে আলোচনা করেছি। পরিস্থিতি অবশ্যই উন্নতি করবে, পুলিশের মনোবল এখন আগের চেয়ে বেড়েছে।"

পুলিশ বাহিনীতে যোগদান না করা সদস্যদের সম্পর্কে তিনি বলেন, "যারা যোগ দেয়নি, তারা আমাদের কাছে অপরাধী। তাদের আইনের আওতায় আনা হবে।"

চট্টগ্রামে জুলাই মাসে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের তদন্ত প্রসঙ্গে তিনি জানান, "প্রায় ৫০ জন অস্ত্রধারী চিহ্নিত করা হয়েছে, কিন্তু সিএমপি এবং র‍্যাব কিছু লোককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। বাকিদের গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধারে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছি।"

এ সময় পুলিশের আইজিপি ময়নুল ইসলাম, র‍্যাবের ডিজি অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমানসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।