কোনো ধরনের উসকানিতে পা না দিতে ছাত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
আসিফ মাহমুদ বলেন, সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের সময় তাদের প্রতিনিধিদলের সঙ্গে আমাদের শিক্ষা উপদেষ্টা এবং আমি সেই আলোচনা করেছিলাম। সেখানে যথেষ্ট ভালো আলোচনা হয়েছে এবং তারা সন্তুষ্ট ছিল। সেখানেই বিষয়টি শেষ হয়ে গিয়েছিল। সেখানে সমাধানের পথটা দেখানো হয়েছিল। তবে, এত দ্রুত শিক্ষার ব্যাপারে এমন দাবি বাস্তবায়ন সম্ভব না। সেই জায়গা থেকে তাদের সঙ্গে একটা কনসালটেশন হয়েছিল।
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, তিতুমীর কলেজে যে ঘটনা ঘটেছে সেটি অত্যন্ত দুঃখজনক। আমরা দেখেছি কীভাবে ট্রেনের ভেতরে পাথর ছোড়ায় একটা বাচ্চার মাথা ফেটে গেছে। এ ধরনের ঘটনা দুঃখজনক।
আজকেও ঢাকা কলেজ-সিটি কলেজের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখনও স্পষ্ট না, কি বিষয় নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ অঞ্চলটাতে প্রায়ই এমন ঘটনা দেখে থাকি। এ ক্ষেত্রে ছাত্রদের প্রতি আহ্বান থাকবে, কোনো ধরনের উসকানিতে না পড়ে তারা যেনো আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখে। আহ্বান জানাচ্ছি, ছাত্ররা যেন নিজেদের নাগরিক দায়িত্ব পালন করে।
আরও পড়ুন: