বৃহস্পতিবার

২১ নভেম্বর, ২০২৪
৭ অগ্রহায়ণ, ১৪৩১
১৯ জামাদিউল আউয়াল, ১৪৪৬

আওয়ামী লীগ-জাপাকে নিষিদ্ধের দাবিতে ঢাবিতে কফিন মিছিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৪ ২২:০৭

শেয়ার

আওয়ামী লীগ-জাপাকে নিষিদ্ধের দাবিতে ঢাবিতে কফিন মিছিল
‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার কফিন মিছিল। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদী শক্তি ও তাদের রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধের দাবিতে ‘ফ্যাসিবাদের কফিন মিছিল’ করেছে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা’র ব্যানারে একটি সংগঠন।

বুধবার একটি প্রতীকী কফিন নিয়ে সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি থেকে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তার। এ সময় তারা ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

কফিন মিছিলে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যেন আগামী নির্বাচনে অংশ নিতে না পারে, সে বিষয়ে পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার প্রধান সংগঠক ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।

জুলাই-আগস্টে যারা ফ্যাসিবাদের হামলায় হারিয়ে গেছেন, তারা আর ফিরবেন না উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিবাদ কেন ফিরে আসবে? ফ্যাসিবাদী শক্তির প্রতি বড় রাজনৈতিক দলগুলো দুই হাত বাড়িয়ে দিচ্ছে। তাদের সঙ্গে নিয়ে নির্বাচন করার স্বপ্ন দেখছে। তাদের এমন স্বপ্ন এই বাংলাদেশে আর কখনও বাস্তবায়ন হতে দেয়া হবে না।

ইয়ামিন আরও বলেন, আহত ও শহীদদের ম্যান্ডেট হলো, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। আওয়ামী লীগের দোসররা স্বতন্ত্র প্রার্থী হয়েও নির্বাচনে অংশ নিতে পারবে না।

আহতরা এখনও হাসপাতালে কাতরাচ্ছেন। অথচ আমাদের শুনতে হচ্ছে- আওয়ামী লীগ নির্বাচনে আসবে। আন্দোলনের স্পিরিট ধরে রাখতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশের উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নিষিদ্ধের আহ্বান জানান তিনি।

ছাত্র অধিকার পরিষদের সভাপতি বলেন, যে ছাত্র-জনতা জীবন দিয়েছেন, আহত হয়েছেন, তারা চান না আওয়ামী লীগ ফিরে আসুক। এ বিষয়ে উপদেষ্টাদের কাছ থেকে স্পষ্ট বিবৃতি চাই।