বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে অবসরপ্রাপ্ত ডিআইজি বাহারুল আলমকে নিয়োগ দেয়া হয়েছে। বর্তমান আইজিপি মো. ময়নুল ইসলামকে সরিয়ে তাঁকে এই পদে আনা হয়েছে।
বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ তথ্য জানান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী বাহারুল আলমকে যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।
এর পাশাপাশি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে শেখ মো. সাজ্জাত আলীকে নিয়োগ দেয়া হয়েছে।
বাহারুল আলম ২০২০ সালে পুলিশের চাকরি থেকে অবসর নেন। এর আগে তিনি ২০০৭–০৮ সালে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান ছিলেন এবং জাতিসংঘের বিভিন্ন মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
প্রসঙ্গত, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সরিয়ে দেয়া হয়। তখন আইজিপি ছিলেন আবদুল্লাহ আল-মামুন, যিনি বর্তমানে কারাবন্দী। এখন পুলিশপ্রধান ও ডিএমপি কমিশনার উভয় পদেই পরিবর্তন আনা হলো।
আরও পড়ুন: