রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে বিক্ষোভ অটোরিকশা চালকদের, যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৪ ১১:০৫

শেয়ার

ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে বিক্ষোভ অটোরিকশা চালকদের, যান চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে অটোরিকশা চালকরা বিক্ষোভ শুরু করেছেন। গুরুত্বপূর্ণ সড়ক আটকে দেয়ার ফলে বন্ধ হয়ে গেছে যান চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন পথচারীসহ সাধারণ মানুষ।

বৃহস্পতিবার সকালে আগারগাঁও, মহাখালী, মোহাম্মদপুর, ডেমরা এলাকায় অটোরিকশা চালকরা সড়ক বন্ধ করে দেন। গত ১৯ নভেম্বর (মঙ্গলবার) ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

আদালতের ওই নির্দেশনার পর পরের দিন বুধবার রাজধানীর দয়াগঞ্জ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রিকশাচালকরা। এক পর্যায়ে পুলিশের সঙ্গে রিকশাচালকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। রিকশাচালকরা ওইদিন কয়েক ঘণ্টা রাজধানীর কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকার মধ্যবর্তী স্থানে আন্দোলন করেন। তাতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

banner close
banner close