শুক্রবার

২২ নভেম্বর, ২০২৪
৮ অগ্রহায়ণ, ১৪৩১
২১ জামাদিউল আউয়াল, ১৪৪৬

১১ কমিশনে তরুণদের সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ: আদিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৪ ১২:৫১

শেয়ার

১১ কমিশনে তরুণদের সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ: আদিলুর রহমান
আদিলুর রহমান খান। ছবি: সংগৃহীত

সংস্কারের জন্য ১১টি কমিশন করা হয়েছে। এসব কমিশনের সঙ্গে তরুণ শিক্ষার্থীদের কীভাবে সম্পৃক্ত করা যায় তা চিন্তা করতে হবে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা আদিলুর রহমান এ কথা বলেন।

তিনি বলেন, ‘ফ্যাসিবাদ শেষ হলেও আমাদের সংগ্রাম শেষ হয়নি। ফ্যাসিবাদের অনুসঙ্গগুলো থেকে যায়, এখনো রয়েছে। এগুলো উপড়ে ফেলতে হবে। তাছাড়া ফ্যাসিবাদ বারবার ফিরে আসে।

এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শও দেন শিল্প উপদেষ্টা।

উল্লেখ্য, অ্যাকশন এইড এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে ‘টুওয়ার্ডস বাংলাদেশ টু পয়েন্ট জিরো’ প্রতিপাদ্য নিয়ে এবারের আয়োজন।