শুক্রবার

২২ নভেম্বর, ২০২৪
৮ অগ্রহায়ণ, ১৪৩১
২১ জামাদিউল আউয়াল, ১৪৪৬

মুক্ত খালেদা জিয়া ও ড. ইউনূস ছাত্র-জনতার আন্দোলনের অর্জন: নাহিদ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৪ ১৬:৫১

আপডেট: ২২ নভেম্বর, ২০২৪ ১৭:৪৪

শেয়ার

মুক্ত খালেদা জিয়া ও ড. ইউনূস ছাত্র-জনতার আন্দোলনের অর্জন: নাহিদ
সেনাকুঞ্জে খালেদা জিয়া ও ড. ইউনূস। ফাইল ছবি।

বৃহস্পতিবার সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারে থাকা তিন উপদেষ্টা মাহফুজ আলম, আসিফ ভূঁইয়া সজীব ও নাহিদ ইসলাম।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে যান দীর্ঘ এক যুগ পর।

এদিকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম তার ফেসবুক আইডিতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের কয়েকটি ছবি পোস্ট করেছেন। ছবির বর্ণনায় তিনি লিখেছেন, সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আন্তরিক কুশল বিনিময়।

বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া একটি পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পরে পোস্টটি অন্য একটি আইডি থেকে শেয়ার করে তিনি লেখেন, মুক্ত খালেদা জিয়া ও সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের অন্যতম অর্জন।