শনিবার

২৩ নভেম্বর, ২০২৪
৮ অগ্রহায়ণ, ১৪৩১
২১ জামাদিউল আউয়াল, ১৪৪৬

ভারতীয় আগ্রাসন প্রতিরোধে ডেইলি স্টারের অফিসের সামনে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৪ ২০:১৮

শেয়ার

ভারতীয় আগ্রাসন প্রতিরোধে ডেইলি স্টারের অফিসের সামনে বিক্ষোভ
ডেইলি স্টারের সামনে বিক্ষোভকারীরা। ছবি: সংগৃহীত

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জঙ্গি নাটক সাজানো ও ভারতীয় আগ্রাসনে সহযোগিতা করার অভিযোগে ডেইলি স্টারের অফিসের সামনে বিক্ষোভ করেছে সাধারণ মানুষ। 

‘বাংলাদেশের জনগণ’ এর ব্যানারে শুক্রবার জুমা’র নামাজের পর থেকে এই কর্মসূচি পালন করে বিক্ষোভকারীরা। এসময় তারা দাবি করেন, ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করেছে তারা।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা দু’টি বাংলাদেশে ভারতীয় আগ্রাসনে সহায়তা ও শাহবাগী বয়ান তৈরিতে সরাসরি কাজ করেছে বলেও অভিযোগ করেন বিক্ষোভকারীরা। তারা আরও দাবি করেন, ডেইলি স্টার ও প্রথম আলো দেশের ধর্মপ্রাণ মুসল্লিদের নিয়ে জঙ্গি নাটক সাজিয়েছে।

এসময় বিক্ষোভকারীদের ব্যানারে লেখা ছিলো, ‘ভারতীয় আগ্রাসন প্রতিরোধে প্রথম আলো-ডেইলি স্টারের জিয়াফত, জোড়া গরু জবেহ’। এছাড়াও আগ্রাসন বিরোধী বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে স্লোগান দেয় বিক্ষোভকারীরা। 

এর আগে গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) কারওয়ান বাজারে প্রথম আলোর অফিসের সামনে একই ধরনের কর্মসূচি পালন করে তারা।