গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে চলছে বিভিন্ন ধরনের সংস্কার কার্যক্রম। জনপ্রসাদন থেকে শুরু করে সংবিধান সবখানেই পরিবর্তন প্রস্তুতি চলছে। ফ্যাসিবাদের হাতিয়ারে পরিণত হওয়া বর্তমান সংবিধান সংস্কারের জন্য সরকার দেশের জনগণকে মতামত প্রদানের আহ্বান জানিয়েছেন।
এই উদ্যোগের অংশ হিসেবে জাতীয় নাগরিক পরিষদ রোববার রাজধানীর হোটেল ৭১ এ সংবিধান সংস্কার প্রস্তাবনা শীর্ষক একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করে। সকাল ১০টা থেকে শুরু হয় গোলটেবিল বৈঠক।
একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সরকার ব্যবস্থা গড়ে তোলার রূপরেখা তুলে ধরেন আলোচকরা। গণতান্ত্রিক জবাবদিহিতা জাতীয় ঐক্য এবং সামাজিক সংহতির মত গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে প্রাধান্য দেন তারা। এছাড়া প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার সুস্পষ্ট বন্টন, ভারসাম্য, দায়িত্ব ও ভূমিকা নির্ধারণের সুনির্দেশ সুপারিশও তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানের বক্তব্য রাখেন বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, সাবেক সচিব এস এম জহুরুল ইসলাম, মুফতি হারুন ইযহার, বিশিষ্ট কবি অধ্যাপক আব্দুল হাই সিকদার, লেখক ও কবি রেজাউল করিম রনি, ইঞ্জিনিয়ার মো. শফিকুল ইসলাম খান, অধ্যাপক ড. মোহাম্মদ সরোয়ার হোসাইন, অধ্যাপক আব্দুল মান্নানসহ অন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আরও পড়ুন: