রবিবার

২৪ নভেম্বর, ২০২৪
১০ অগ্রহায়ণ, ১৪৩১
২৩ জামাদিউল আউয়াল, ১৪৪৬

দিল্লি ও লন্ডনে প্রেস মিনিস্টার নিয়োগ দিল অন্তর্বর্তীকালীন সরকার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৪ ১৮:১৩

আপডেট: ২৪ নভেম্বর, ২০২৪ ১৮:২৬

শেয়ার

দিল্লি ও লন্ডনে প্রেস মিনিস্টার নিয়োগ দিল অন্তর্বর্তীকালীন সরকার
আকবর হোসেন মজুমদার ও ফয়সাল মাহমুদ। ছবি: সংগৃহীত

ভারতের নয়াদিল্লি এবং যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে দুই সাংবাদিককে প্রেস মিনিস্টার নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

বাংলাদেশ হাইকমিশনের যুক্তরাজ্য মিশনে নিয়োগ পেয়েছেন বিবিসি ঢাকা ব্যুরোর জ্যেষ্ঠ সাংবাদিক আকবর হোসেন মজুমদার। আর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নিয়োগ পেয়েছেন ফয়সাল মাহমুদ।

রোববার তাদের দুই বছরের চুক্তিতে ওই পদে নিয়োগ দিয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তাদের প্রেস মিনিস্টার পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।