কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে ‘বাংলাদেশের জনগণ’ এর ব্যানারে গরু জবাই করার কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অংশ নেয়া ব্যক্তিরা অভিযোগ করেন, ভারতীয় আগ্রাসন প্রতিরোধে প্রথম আলো ও ডেইলি স্টারের তওবা করানোর জন্য এ জিয়াফতের আয়োজন করা হয়।
রবিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে পত্রিকাটির কার্যালয়ের সামনে এই কর্মসূচি শুরু করে বিক্ষোভকারীরা। পরে তারা কালো রঙয়ের একটি গরু জবাই করে।
বিক্ষোভকারীরা জানান, প্রথম আলো ও ডেইলি স্টার ভারতীয় আগ্রাসনে সহায়তা করছে। ফলে তাদের তওবা করার জন্য এ জিয়াফত কর্মসূচি করা হচ্ছে। এখানেই রান্না করে সবাইকে খাওয়ানো হবে।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। তখন প্রথম আলোর সামনে বিক্ষোভকারীদের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। রাত নয়টা পর্যন্ত চলে সংঘাত। বিক্ষোভকারীদের একজন বাংলা এডিশনকে জানান, তারা সন্ধা ৭টা পর্যন্ত প্রথম আলোর সামনে অবস্থান করতে চেয়েছিলেন। জবাই করা গরুর মাংস সবাইকে খাওয়ানোর কর্মসূচিতে পুলিশ বাধা দেয় বলেও অভিযোগ করেন তিনি। এসময় ৫ জনকে গ্রেপ্তার করা হয় বলেও জানান ওই ব্যক্তি। এদিকে প্রথম আলোর অফিসের সামনে বিক্ষুব্ধ জনতার উপর পুলিশের হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ হয়েছে চট্রগ্রামে। প্রথমআলো বন্ধের দাবি জানিয়ে আটকৃতদের মুক্তির দাবি জানিয়েছেন তারা।
এর আগে গত বৃহস্পতি ও শুক্রবার প্রথম আলো-ডেইলি স্টারের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে একদল বিক্ষোভকারী। বাংলাদেশের জনগণের ব্যানারে বিক্ষোভকারীরা ডেইলি স্টারের সামনে জুমার নামাজও আদায় করে।
আরও পড়ুন: