ছাত্র-জনতার বিক্ষোভের জেরে প্রথমআলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে আন্দোলনে গ্রেফতারকৃতদের মুক্তি দিয়েছে পুলিশ। সোমবার দুপুরে জনতার দাবি মেনে গ্রেফতারকৃতদের ছেড়ে দেয় তেজগাঁও থানা পুলিশ।
এসময় মুক্তি পাওয়া ছাত্র-জনতাদের নিয়ে আনন্দ মিছিল করে আন্দোলনকারীরা। এসময় বাংলা এডিশনকে তারা জানান, প্রথমআলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে তাদের সংগ্রম অব্যাহত থাকবে।
সোমবার সকাল থেকে, গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে তেজগাঁও থানা ঘেরাও করে ছাত্র-জনতা।
এর আগে রবিবার দৈনিক প্রথম আলো পত্রিকার বিরুদ্ধে কারওয়ান বাজারে গণমাধ্যমটির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীদের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
বিক্ষোভকারীরা জানান, প্রথম আলো ও ডেইলি স্টার ভারতীয় আগ্রাসনে সহায়তা করছে। ফলে তাদের তওবা করার জন্য এ কর্মসূচি পালন করা হচ্ছে। রবিবার সন্ধ্যা দিকে হঠাৎ বিক্ষোভকারীদের উপর চাড়ও হয় পুলিশ। তাদের সরিয়ে দিতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আইনশৃংখলা বাহিনী। এসময় প্রথম আলোর সামনে বিক্ষোভকারীদের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
বিক্ষোভকারীরা বাংলা এডিশনকে জানান, তারা আরো কিছুক্ষণ প্রথম আলোর সামনে অবস্থান করতে চেয়েছিলেন। জবাই করা গরুর মাংস সবাইকে খাওয়ানোর কর্মসূচিতে পুলিশ বাধা দেয় বলেও অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন: