তিন হাজার টাকার বিনিময়ে টোকেন দিয়ে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিদেশে পাচারের টাকা ফিরিয়ে এনে দিচ্ছেন বিনা সুদের লোন। জনপ্রতি এক লাখ টাকা থেকে শুরু করে কোটি টাকা পর্যন্ত পাবেন উপস্থিত সবাই। এ জন্য রাজধানীর শাহবাগে জমায়েত হয়ে সমাবেশ করতে হবে। সমাবেশে যোগ দিতে বাস ভাড়া করে দিয়েছে ওই চক্রটি।
এমন প্রলোভন দেখিয়ে আওয়ামী লীগের নেতা সারা দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে হাজারও নারী পুরুষসহ অসহায় দরিদ্র মানুষকে শাহবাগে নিয়ে আসে। বাদ যায়নি যুবক, বৃদ্ধ থেকে শুরু করে কোলের শিশুও।
স্থানীয় জনতা জানায়, সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় অর্ধশতাধিক বাসভর্তি মানুষ এসেছে। তাদের টাকার বিনিময়ে বিনা সুদের লোনের প্রলোভন দেখিয়ে এখানে হাজির করা হয়েছে। এ সময় তাদের হাতে একটা টোকেন দেয়া হয়েছে। বলা হয়েছে, টোকেন দেখালে ১ লাখ থেকে শুরু করে এক কোটি টাকা পর্যন্ত লোন দেয়া হবে, তাও আবার বিনা সুদে। এখন তারা শাহবাগ এসে বিপদে পড়েছেন।
গোপালগঞ্জ থেকে আসা যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি স্থানীয় এক আওয়ামী লীগের নেতার ৩ হাজার টাকার বিনিময়ে টোকেন দিয়েছে। তাকে ওই নেতা বলেন, শাহবাগে বিনা সুদে ঋণ দেয়া হবে। এমনকি বাস ভাড়াও ওই নেতা করে দিয়েছেন। কিন্তু শাহবাগে এসে কারও দেখা পাননি বলে জানান তিনি।
ওই ব্যক্তির হাতে থাকা টোকেনের পেছনের দিকে মোস্তাফা আমীন নামে এক ব্যক্তির ফোন নম্বর পাওয়া গেছে। আর সামনের দিকে লেখা আছে, ‘লক্ষ কোটি টাকা ক্ষমতাশ্রিত একটি হায়েনার দল, স্বাধীনতার পর থেকেই লুটপাট করছে। লুণ্ঠিত অর্থ উদ্ধার করব, বিনা সুদে পুঁজি নেব। কৃষক, শ্রমিক, হকার, বেকার তথা সকল জনগণ থেকে ভ্যাট, ট্যাক্স হিসাবে আদায় করা। অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা শিরোনামে দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে সোমবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় ঢাকার শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে। আ.ব.ম. মোস্তাফা আমীন আহ্বায়ক অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ বিনা সুদে, বিনা জামানতে এক লক্ষ থেকে এক কোটি টাকা পর্যন্ত পুঁজি পেয়ে দারিদ্র্য মুক্তিতে আগ্রহী সর্বস্তরের জনগণকে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।কার্যালয়ে পুঁজির আবেদনের 'ছক' পাওয়া যায়। নির্ধারিত ছকে পুঁজির আবেদন করুন। অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ।
টোকেনে থাকা নম্বরে কল দিলে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ এর আহ্বায়ক পরিচয় দেওয়া আ.ব.ম. মোস্তাফা আমীন নামের ওই নেতা জানান, তাদের কর্মসূচি স্থগিত করা হয়েছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, শাহবাগ থেকে সন্দেহজনকভাবে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে যাচাই-বাছাই করে তারপর বিস্তারিত জানানো যাবে।
আরও পড়ুন: