সোমবার

২৫ নভেম্বর, ২০২৪
১১ অগ্রহায়ণ, ১৪৩১
২৪ জামাদিউল আউয়াল, ১৪৪৬

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় বিজিবি মোতায়েন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৪ ১৬:৫৯

শেয়ার

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় বিজিবি মোতায়েন
ফাইল ছবি

কবি নজরুল, সোহরাওয়ার্দী কলেজ ও ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর যাত্রাবাড়ী ও ডেমরার পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যাত্রাবাড়ী ও ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েনের তথ্য জানানো হয়। এদিকে তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের জেরে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর ডেমরা-যাত্রাবাড়ী সড়কে যান চলাচল শুরু হয়েছে।

এর আগে রোববার কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজে হামলার জেরে আজ সোমবার দুপুরে রাজধানীর যাত্রাবাড়ীতে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুর চালিয়েছে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীরা। এসময় আহত হন অন্তত ৩৫ জন। এ ছাড়া কলেজটির বিভিন্ন সামগ্রী ও সরঞ্জাম নিয়ে যান হামলাকারী শিক্ষার্থীরা।

সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা সদস্য ও বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ অবস্থায় এক প্রেস বিজ্ঞপ্তিতে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও শিক্ষা মন্ত্রণালয়ের কাছে ন্যায়বিচারের দাবি জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

এর আগে রোববার ভুল চিকিৎসায় অভিজিৎ হাওলাদার নামের এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগের জের ধরে পুরান   ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। এরপর থেকে ঘোষণা দিয়ে শুরু হয় সোমবারের পাল্টা হামলা।