রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

ঋণ দেয়ার নামে লোক জমায়েত: অহিংস গণঅভ্যুত্থানের নেতা আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৪ ১৯:৪০

শেয়ার

ঋণ দেয়ার নামে লোক জমায়েত: অহিংস গণঅভ্যুত্থানের নেতা আটক
আ.ব.ম. মোস্তাফা আমীন। কোলাজ: বাংলা এডিশন

বিনা সুদে ঋণ দেওয়ার নামে ঢাকায় লোক জমায়েত করার অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক আ.ব.ম. মোস্তাফা আমীনকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে তাকে নিজেদের হেফাজতে নেয় শাহবাগ থানা পুলিশ।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খলিল মনসুর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, বিনা সুদে ঋণ দেয়ার কথা বলে দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীতে লোক জড়ো করার সঙ্গে মোস্তফা আমীন জড়িত বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।

এছাড়া প্রাথমিকভাবে এই সংগঠনে সংশ্লিষ্টতা ছাড়া মোস্তাফা আমীনের অন্য কোনো পরিচয় পাওয়া যায়নি বলেও জানান তিনি।

banner close
banner close