
সমুদ্র সৈকতের পাড় দখল করে অবৈধ স্থাপনা তৈরি অনেকটা ‘টম অ্যান্ড জেরি’ কার্টুনের মতো হয়ে গেছে জানিয়ে অন্তর্বর্তী সরকারের পরিবেশ বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, এগুলো সরকার ভাঙে এবং দখলকারীরা আবার তা গড়ে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর পূর্তভবনে পায়রা বন্দর নগরী ও কুয়াকাটা শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
দেশের উপকূল ও উপকূলীয় জমি ও পরিবেশ সুরক্ষা নীতিমালা না থাকায় অবৈধ দখল ও ভবন নির্মাণ থামছে না বলেও সেমিনারে মন্তব্য করেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেন, 'আমাদের কোস্টাল জোন ম্যানেজমেন্ট রুল করতে হবে। কক্সবাজারে জমি নিয়ে আগ্রাসন চলছে, খুলনা ও যশোরে পাইপিং করছেন চিংড়ি চাষীরাও। তাই কোস্ট লাইন জোনিং জরুরি। কোস্টের কত কাছাকাছি কী করা যাবে, কী করা যাবে না, এটা পরিকল্পনা করতে হবে। জমি সুরক্ষা আইন মেন্ডাটরি করতে হবে।'
তিনি আরও বলেন, 'স্পেশাল জোনিং আমাদের মেন্ডাটরি। কৃষি জমি সুরক্ষা আইন আছে, এর সাথে আমরা সারা দেশে জমি সুরক্ষা আইন মেন্ডাটরি করে ফেলতে পারি।'
আরও পড়ুন: