রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে যমুনায় ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৪ ১৮:৪৮

শেয়ার

প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে যমুনায় ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে যমুনায় উপস্থিত হয়েছেন দলটির প্রতিনিধি দল।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবনে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার উদ্দেশ্য এই সাক্ষাৎ বলে জানা যায়।

বৈঠক শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করে সাক্ষাতের বিষয়বস্তু জানাবেন জামায়াতের আমীর।

উল্লেখ্য যে এর আগে বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির ৫ সদস্যের প্রতিনিধি দল। তারা দেশের সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা করেছেন বলে পরে জানিয়েছেন। এছাড়া সব পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

banner close
banner close